ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের সভা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের সভা

ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) কেন্দ্রীয় ১৪ দলের সভা আহ্বান করা হয়েছে ৷ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।  

সভায় সভাপতিত্ব করবেন ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

 

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম ১৪ দলের আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে।  

সূত্র বলছে, ১৪ দলের বর্তমান অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হবে।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসকে/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।