ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ: রিজভী 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ: রিজভী 

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, হামলা-মামলা-গ্রেপ্তার ও নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ।

ওই সিংহাসন, ওই গদি থাকবে না। আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে এক মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শ্রমিকদল নেতা সুমন ভুঁইয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নয়পাল্টন থেকে শুরু হয়ে কাকরাইল-ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিলে আরও অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মামুন মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজা, সদস্য সচিব আবুল হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, শ্রমিক দল দক্ষিণের নেতা বদরুল আলম সবুজ, শাহআলমসহ অনেকেই।

রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হচ্ছে। তিনি ভেবেছেন হয়তো সুমন ভুঁইয়াদের কারাগারে নিলে নেতাকর্মীরা রাজপথে বের হবে। তবে হামলা-মামলা-গ্রেপ্তার ও নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ। ওই সিংহাসন, ওই গদি থাকবে না। আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না। ইরানের নাদির শাহ দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গেছেন। একনায়কতন্ত্র কায়েম করে হিটলার-মুসোলিনি, হালাকু খানরা রেহাই পায়নি, আপনিও পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দিন। সুমনসহ সব রাজবন্দিদের মুক্তি দিন। জনগণ আপনার সিংহাসন রাস্তায় লুটিয়ে দেবে।

তিনি বলেন, শ্রমজীবী মানুষের পিঠ দেওয়া ঠেকে গেছে। আজ কাঁচা মরিচের দাম ৩২০ টাকা কেজি। শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়েছে। টমেটো তো ডাবল সেঞ্চুরি পেরিয়েছে। শ্রমিকরা এ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না।


তিনি আরও বলেন, এ যে অনাচার, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের। বেনজীর-আজিজদের শুধু এক/দুই কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয়বাংলা স্লোগান দিয়ে তারা আজকে কোটি কোটি টাকা কামিয়েছেন।

শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সুমনদের গ্রেপ্তার করে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারবেন না। ষড়যন্ত্র করে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। অচিরেই আপনার তখতে তাউস ভেঙে চুরমার হয়ে যাবে। জনগণ আপনাদের ক্ষমতা থেকে টেনে নামাবে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
টিএ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।