ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ২ বিএনপি নেতার বাসায় হামলা-ভাঙচুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
ময়মনসিংহে ২ বিএনপি নেতার বাসায় হামলা-ভাঙচুর 

ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপির দুই নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

 

রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বাগানবাড়ি ও ফায়ার সার্ভিস রোডে দুই নেতার বাসায় এ হামলার ঘটনা ঘটে।  

বিএনপি নেতারা হলেন-বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু।  

এর মধ‍্যে আবু ওয়াহাব আকন্দের বাসায় ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং জাকির হোসেন বাবলুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন বিএনপি নেতাদের স্বজনরা। তবে কারা এ হামলা জানিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোতোয়ালি মডেল থানা পুলিশের বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।