ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা-তার দোসরদের ফাঁসির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
শেখ হাসিনা-তার দোসরদের ফাঁসির দাবি

বরিশাল: আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নগর স্বেচ্ছাসেবক দল।

এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বরিশাল নগরের সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো. আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা দেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার গুলি চালিয়ে গণহত্যা করেছে। এ ঘটনায় জড়িত শেখ হাসিনাসহ সবাইকে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।