ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
শেখ হাসিনার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে: ফারুক

ঢাকা: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে নেই, তবে তার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।

বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ইসকন দ্বারা চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণ গতকাল থেকে বলা শুরু করেছে দেশের সব ষড়যন্ত্র শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু করেছেন। সামান্য একটি বিষয় নিয়ে চট্টগ্রামে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। আজকে বাংলাদেশে কিছু সংখ্যক লোক এ বিষয়টাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রয়াস করছে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কিসের ইঙ্গিত, কিসের আলামত। সেদিনতো দেখিনি, যেদিন আপনারা আমাদের মানুষকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছেন। তিস্তার পানি কোনোদিনও দেননি। আমাদের ন্যায্য হিস্যা কখনোই দেননি। সেই দেশের মানুষ সামান্য একটি বিষয় নিয়ে আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। বাংলাদেশে কোনোদিনও আমরা সাম্প্রদায়িকতা ও অস্থিরতা এ সরকার সৃষ্টি করুক এটা আমরা চাই না। কিন্তু, উসকানি দিচ্ছেন আপনার দেশে বসে থাকা শেখ হাসিনা।

ড. ইউনুসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনার ভয় নেই। এদেশের ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে আছে। যারা আয়নাঘরে বন্দি ছিল, যেসব মায়ের বুক খালি হয়েছে তাদের কথা স্মরণ করে আপনি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে আনেন। তা না হলে এদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ধারাকে ব্যহত করতে পারে বলে জনগণ মনে করছেন।

এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ও জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।