ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কৃষক সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কৃষক সমিতির

ঢাকা: আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন এক বিবৃতিতে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ, মৃতদের জন্য শোক ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, বিগত কয়েক দিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এমনিতেই দিশেহারা। তার ওপর আকস্মিক বন্যায় সাধারণ মানুষের ঘরবাড়ি-জানমাল-গবাদি পশু, কৃষি জমি বন্যার পানিতে তলিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

নেতারা আরও বলেন, আন্তর্জাতিক পানি বণ্টন আইনের তোয়াক্কা না করে রাতের আঁধারে বাঁধ খুলে দিয়েছে ভারত। যার ফলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের পূর্বাঞ্চলে জেলাগুলো আকস্মিক ভয়াবহ বন্যায় ভেসে গেছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, কৃষি জমি, গবাদি পশুসহ ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতির দায় ভারত সরকারকে নিতে হবে। পানি সন্ত্রাসের দায় নিয়ে ভারত সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতারা।

বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে অতি দ্রুত উদ্ধার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, বন্যা পরবর্তী সময়ে কৃষি সহায়তা, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

নেতৃবৃন্দ বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।