ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারে আর্থিক সহায়তা খোকনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারে আর্থিক সহায়তা খোকনের

নরসিংদী: নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুরে এবং বিকেলে শহরের তরোয়া এলাকায় ২ পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে।

এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নিহত ফয়েজ সরকার করিমপুর গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। তিনি স্থানীয় ডকইয়ার্ড শ্রমিক ছিলেন।  
এছাড়া নিহত ডা. সজিব সরকার শহরের তরোয়া এলাকার হালিম সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ছিলেন।

এ উপলক্ষে করিমপুর বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা হয়।  

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই। এ দলকে চিরদিনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। দলটির নিবন্ধন বাতিল করতে হবে। এটা আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছি।

তিনি আরও বলেন, সে দাবির পাশাপাশি আমরা বেগম খালেদা জিয়া ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে।

খায়রুল কবির খোকন বলেন, আমরা মনে করি আগামী ৬ মাস কিংবা এক বছর পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা আব্দুল রউফ ফকির রনি ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।