ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামী যুব আন্দোলনের সদস্য হলেন ৩ হিন্দু যুবক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ইসলামী যুব আন্দোলনের সদস্য হলেন ৩ হিন্দু যুবক

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সদস্য হলেনহিন্দু সম্প্রদায়ের ৩ যুবক।

রোববার (৮ সেপ্টেম্বর) তারা সদস্য হয় বলে জানান যুব আন্দোলনের জেলার নেতা এইচএম সানাউল্লাহ।

তিনি জানান, ইসলামী আন্দোলনের কার্যক্রমকে ভালোবেসে অনুপ্রাণিত হয়ে স্ব ইচ্ছায় সদস্য হয়েছেন সঞ্জয় বিশ্বাস, বাধন বিশ্বাস ও অনিক বাড়ৈ।

উপজেলার রাজিহার ইউনিয়নে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দুই শতাধিক নতুন সদস্য হয়। এরমধ্যে তিনজন হিন্দু ধর্মাবলম্বী যুবক স্ব-ইচ্ছায় সদস্য হন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহের টিমে ছিলেন আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি রাসেল সরদার মেহেদী ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি নাসির শাহ্।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর, ৯, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।