ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ, চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
নয়াপল্টনে বিএনপির সমাবেশ, চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

ঢাকা: ‘বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে’ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে- ‘গণ সমাবেশ’। এতে প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকাল ১১ টায় সরেজমিনে যেয়ে দেখা গেছে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীবৃন্দ গান পরিবেশন করছেন।

জাসাস আহবায়ক হেলাল খানের নেতৃত্বে এই পরিবেশনা হচ্ছে।

সমাবেশে বিএনপি স্হায়ী কমিটির সদস্যগণসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমন্বয় করবেন, বিএনপি স্হায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি যুন্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।

সঞ্চালনা করবেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা,সেপ্টেম্বর ১৭, ২০২৪
টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।