ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পাথরঘাটায় প্রবীণ বিএনপি নেতার মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
পাথরঘাটায় প্রবীণ বিএনপি নেতার মৃত্যু

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এম. মতিয়ার রহমান মোল্লা (৭০) মারা গেছেন।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তার ছোট ছেলে সুমন মোল্লা বলেন, ভোর ৪টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবা। কিছুক্ষণ পর আমাকে ডেকে চাচাদের ডাকতে বলেন। আমি চাচাদের ডেকে বাবার কাছে রেখে পাথরঘাটা থেকে ডাক্তার নিয়ে ফিরে দেখি বাবা আর নেই।  

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে হার্টের রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বাবা।

এদিকে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, অনেক বছর পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন, বিকেল ৪টায় শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ উপজেলা বিএনপির কার্যালয় আনা হবে। পরে আছর নামাজের পর পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, মতিউর রহমান মোল্লা একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। দলের সুখে দুঃখে সব সময় তাকে পেয়েছি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।