ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
খুলনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

খুলনা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং মহানগর বিএনপির মনিটরিং সেলের সুপারিশক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের চার নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বহিষ্কৃতরা হলেন- ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ আইনুল আবেদীন মারুফ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুমন হাওলাদার, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বিপুল ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সোহেল বাসার।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।