ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইহকাল-পরকালের জীবন নিশ্চিত করতে কাজ করে শিবির: সেক্রেটারি জাহিদুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
ইহকাল-পরকালের জীবন নিশ্চিত করতে কাজ করে শিবির: সেক্রেটারি জাহিদুল

রাঙামাটি: ইহকাল ও পরকালের জীবন নিশ্চিত করতে ছাত্রশিবির কাজ করে থাকে বলে মন্তব্য করেছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাঙামাটি আলআমিন মাদরাসার সম্মেলন কক্ষে আয়োজিত শিবিরের বাছাইকৃত কর্মী শিক্ষা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা শিবিরের নামে ‘রগকাটা’ কলঙ্ক দেয়, তারা নীতির যুদ্ধে হারার ভয়ে এমন কুৎসা রটায়। শিবির ন্যায়-নীতির ওপর প্রতিষ্ঠিত। শিক্ষা, সংস্কৃতির এবং মুসলিম উম্মাহর উন্নয়নে কাজ করে শিবির। পাশাপাশি দেশের ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে শান্তি, সম্প্রতি বজায় রাখতে এবং তাদের অধিকার রক্ষায় দায়িত্ব পালন করে।

ফ্যাসিস্ট সরকার তার অহংকার, অন্যায়, অবিচার, নির্বিচারে মানুষ হত্যা এবং দুর্নীতির কারণে ধ্বংস হয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। মহান আল্লাহ জুলুমবাজকে ধ্বংস করে দেন, যোগ করেন তিনি।


জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল রবিউল ইসলামের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উসামাহ রাইয়ান, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শরীফ উদ্দীন পাটোয়ারী এবং রাঙামাটি পৌর জামায়াতের আমির আব্দুল সালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।