ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
ঢাবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

ঢাকা: ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে ১১ বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যাল শাখা।

সোমবার (২১ অক্টোবর) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা উপাচার্যের কার্যালয়ের সভারুমে স্মারকলিপি প্রধান করেন।

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে দেওয়া ১১টি প্রস্তাবনার মধ্যে ফ্যাসিবাদ মূলোৎপাটন, বিশ্ববিদ্যালয়ের আবাসন, নিরাপত্তা, গবেষণার মানোন্নয়ন, টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি, শিক্ষক নিয়োগ, ধর্মীয় উপাসনালয়, শরীরিক শিক্ষা কেন্দ্র, শহীদ মোর্তজা মেডিকেল সেন্টার, ডাকসু সংক্রান্ত প্রস্তাবনা রয়েছে।

প্রস্তাবনাগুলোর আরও মধ্যে রয়েছে, ফ্যাসিবাদের আইকনদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব স্থাপনা, সড়ক, সেন্টার, বৃত্তি, সম্মাননা, চেয়ার ও ফলকের নাম রয়েছে, তা পরিবর্তন করে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে নামকরণ, জুলাই অভ্যুত্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সেন্টার ও সংগ্রহশালা তৈরি করা, ১৭ জুলাইকে ক্যাম্পাস সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা, ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা রয়েছে।

আবাসনের ক্ষেত্রে একপ্রশাসন এক সিট নীতি, যাদের সিট বরাদ্দ দেওয়া সম্ভব নয় তাদের মাসিক বৃত্তি প্রদান, নারীদের সিট সংকট সমাধানে ক্যাম্পাসের কাছেই ছাত্রী হোস্টেল চালুর ব্যবস্থা, ছাত্রীদের সব হলে প্রবেশের সুযোগ এবং বেদখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ক্ষেত্রে বহিরাগত যানচলাচল নিয়ন্ত্রণ, গবেষণার মানোন্নয়নের ক্ষেত্রে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সপ্তাহ পালন করা, গবেষণার জন্য বিশেষ তহবিল গঠন, কেন্দ্রীয় লাইব্রেরিতে ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত পত্রিকা, ম্যাগাজিন, প্রকাশনার কপি উন্মুক্ত রাখা, ছাত্রীদের হলে সব ধর্মের জন্য উপাসনাকক্ষ আধুনিকীকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়াও দ্রুত ডাকসু চালু, ক্যাম্পাসে একাডেমিক এরিয়ায় উচ্চস্বরে সভা-সমাবেশ নিষিদ্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।