ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাদারীপুরে জেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
মাদারীপুরে জেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

মাদারীপুর: মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি জয়নাল ফকিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শহরের হরিকুমারিয়া এলাকা থেকে সোমবার (২৫ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জয়নাল ফকির মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের বাসিন্দা। তিনি সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হয়।  

জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এসময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। এ ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন জানান, সোমবার বিকেলে জয়নাল ফকিরকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।