ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সিরাজগঞ্জে হত্যা মামলায়
আ.লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গুলি করে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২৩ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা (৬৬), সদর উপজেলার চিলগাছা গ্রামের আনিছুর রহমানের ছেলে রতনকান্দি ইউনিয়ন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক মো. মাসুদ পারভেজ (৩১) ও সারটিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী (২২)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তিনজনকে পৃথক তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।