ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপি অফিস পোড়ানো মামলায় জাপা নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
বরিশালে বিএনপি অফিস পোড়ানো মামলায় জাপা নেতা গ্রেপ্তার গ্রেপ্তার জাপা নেতা

বরিশাল: বরিশাল নগরে বিএনপির অফিস পোড়ানো মামলায় বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার বাবুগঞ্জ উপজেলা সদর থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করে নগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।

পরে তাকে সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সিদ্দিুকুর রহমান বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিকুরকে আটক করা হয়েছে। তাকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করেছি।

গত ৪ আগস্ট দুপুরে নগরের সদর রোডে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে ৩৮১ জন নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। সে মামলায় বরিশাল নগরের ৯ কাউন্সিলরসহ ২১ জন কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএস/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।