কিশোরগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোরগঞ্জের করিমগঞ্জে সহিংসতা, মদদ, অর্থায়ন ও নির্দেশের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৩৫৩ জনকে আসামি করে মামলা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলার করিমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গ ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর কাইয়ুম।
মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক ছাড়াও ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৭০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ০৪ আগস্ট জেলার করিমগঞ্জ বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা হয়। এ হামলায় অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ জাপার নেতা-কর্মীরা। জাপার মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল উপজেলা) আসনের সাবেক এমপি মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, নির্দেশে এবং অর্থনৈতিক সহযোগিতায় আসামিরা আগ্নেয়াস্ত্র, শটগান, বন্দুক, ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ এ হামলা করেন। এ হামলায় অনেকেই গুরুতর আহত হন।
মামলায় আরও অভিযোগ করা হয়, হামলার সময় আন্দোলনকারীদের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এতে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে ব্যাপক ভাঙচুর করেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিষয়ে পুলিশ কাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআরএস