ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে দুই দিনের কর্মসূচি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে দুই দিনের কর্মসূচি 

সিলেট: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।  

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে সিলেট জেলা ও মহানগর যুবদল এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে।

 

বিবৃতি দাতারা হলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।  

কর্মসূচি মধ্যে রয়েছে, রোববার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকির ভাতালিয়াস্থ কার্যালয়ে ফ্রি  মেডিকেল ক্যাম্প ও রক্তদান কার্যক্রম। সোমবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি করা হবে।  

এতে সিলেট জেলা ও মহানগর, উপজেলা, পৌর ও মহানগরীর সব ওয়ার্ডসমূহের নেতারা এবং নেতাকর্মীদের নিয়ে ঘোষিত বর্ণাঢ্য র‌্যালি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।  

সিলেট জেলা যুবদলের আওতাধীন সব উপজেলা, পৌর ইউনিটসমূহ আগামী ২৭ অক্টোবর তাদের সুবিধাজনক সময়ে নিজ নিজ ইউনিটে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি পালন করা হবে।  

বিবৃতিতে নেতারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। সামনে অনেক বড় লড়াই সংগ্রাম। অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেবে না।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।