ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের জনবিচ্ছিন্ন হওয়ার মতো কিছু না করার আহ্বান বিএনপি নেতা শ্যামলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
নেতাকর্মীদের জনবিচ্ছিন্ন হওয়ার মতো কিছু না করার আহ্বান বিএনপি নেতা শ্যামলের

ব্রাহ্মণবাড়িয়া: নেতাকর্মীদের জনবিচ্ছিন্ন হওয়ার মতো কিছু না করার আহ্বান জানিয়েছেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব নেতাকর্মীকে জনসেবায় কাজ করতে হবে।

 

সাধারণ মানুষের ওপর নির্যাতন ও অন্যায়ের কারণে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে। তবে বিগত সময়ে প্রশাসনকে উদ্দেশ্য করে সাধারণ মানুষের যেমন বক্তব্য ছিল, এখনো মানুষের কণ্ঠে একই বক্তব্য। তাই প্রশাসনকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে, যার দুর্নাম বিএনপি বা ফ্যাসিস্ট সরকার উৎখাতে যারা ভূমিকা রেখেছে, তাদের ওপরে আসে, যোগ করেন শ্যামল।  

রোববার (২৭ অক্টোবর) সকালে শহরের লোকনাথ ট্যাংকের পাড় মাঠে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজতি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ অনেকে।  

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সহ-সভাপতি রাশেদ কবির আকন্দসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
 
মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, গাইনিসহ বিভিন্ন বিষয়ে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন। চিকিৎসাসেবা নিতে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।