ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

রাজনীতি

পদত্যাগ করলেন কারাগারে থাকা মাদারীপুর জেলা আ. লীগ সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
পদত্যাগ করলেন কারাগারে থাকা মাদারীপুর জেলা আ. লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। 

মাদারীপুর: পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা।  

একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি মাদারীপুর জেলা কারাগারে আছেন।

তার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।  

শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে একাধিক ফৌজদারি মামলায় আটক আছেন।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপিকা শাবানা শাহীন জানান, তার স্বামী শাহাবুদ্দিন আহমেদ ২৫ অক্টোবর পদত্যাগ করেছেন। তিনি পুলিশ সুপারের কাছে এক লিখিত এক আবেদনেও পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন।

অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী জানান, শুক্রবার (২৫ অক্টোবর) তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন। শাহাবুদ্দিন মোল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগের কথা আজ প্রকাশ্য আদালতে উপস্থিত সবাইকে জানিয়েছেন।

তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার নামে যেসব মামলা দায়ের করা হয়েছে, সেই ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করতে ছিলেন। এছাড়াও তার বুকে পেস-মেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ব্রংকাইটিস এজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ব্যাপারে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।