ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আ. লীগ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
‘১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আ. লীগ’

মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান বলেছেন, অত্যাচারী জালিম সরকার সাড়ে ১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে বিদেশে অর্থ পাচার করেছে, সেখানে গড়ে তুলেছে বেগম পাড়া।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে মোনাখালি ইউনিয়ন জামায়াত কর্তৃক আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

মাওলানা তাজ উদ্দিন খান আরও বলেন, বিগত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিরোধী দলের ওপরে জুলুম নিপীড়ন চালিয়ে গুম খুনের ইতিহাস রচনা করেছে।  

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুম, খুন জেল হাজতের ভয় করে না। জামায়াত এদেশে ইসলাম কায়েমের জন্য আন্দোলন করছে। তিনি বলেন, যুগে যুগে যারাই ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

মোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, মেহেরপুর পৌর জামায়াতের আমির ও পৌর কাউন্সিলর সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খানজাহান আলী, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাসার, মুজিবনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলুল হক গাজী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসেন, আমির হোসেন, মোনাখালি ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম প্রমুখ।

মোনাখালী ইউনিয়ন সেক্রেটারি মুখলেচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জামায়াতের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।