ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

হাসিনা শুধু ফ্যাসিস্টই নন, স্যাডিস্টও: জামায়াত সেক্রেটারি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
হাসিনা শুধু ফ্যাসিস্টই নন, স্যাডিস্টও: জামায়াত সেক্রেটারি 

চুয়াডাঙ্গা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনা যে অপরাধ করেছেন তাকে শুধু ফ্যাসিস্ট বলে কভার করা যায় না। তিনি স্যাডিস্টও।

কারণ, তিনি মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, খুন, গুম দেখে এনজয় করেছেন। সকল খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনাই ইতিহাসের শ্রেষ্ঠতম স্যাডিস্ট।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা অডিটেরিয়ামে আয়োজিত জেলা জামায়াত ইসলামির রুকন সম্মেলন উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার কড়া সমালোচনা করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এমন হত্যা, নারকীয় তাণ্ডব চালানো নিষ্ঠুর বর্বর খুনি শাসককে দেশের মানুষ আর ক্ষমতায় বসতে দেবে না। তাদের রাজনীতি আর নির্বাচনে আসার নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্টই নয়, স্যাডিস্ট।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে নতুন চক্রান্ত চলছে। রাজনীতিতে নানান খেলা চলছে। অনেকে আওয়ামী অপশক্তির সঙ্গে রং-রস আর আপোসের কথা বলছেন। অথচ এখনও শহীদদের মায়েদের চোখের পানি শুকায়নি, রক্ত শুকায়নি।  

রাজনৈতিক অঙ্গণে বিশ্বাসঘাতকতার ধ্বনিও শোনা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।  

চক্রান্ত রুখে দিতে দেশপ্রেমিক জনগণ, সেনাবাহিনী এবং ছাত্র-জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারকে দেশ গঠনে নতুন রাষ্ট্র বিনির্মাণে আমাদের সহযোগিতা করতে হবে। বর্তমান সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ফুলকোর্ট আদালত বসিয়ে, আনসার কাণ্ড ঘটিয়ে, সাম্প্রদায়িক হানাহানির অপচেষ্টা করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদীরা।

এ  জামায়াত নেতা আরও বলেন, তিনি (হাসিনা) দেশের বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। নানান অডিও-ভিডিও দিয়ে অপপ্রচার করা হচ্ছে। কখনও বলা যাচ্ছে, যেকোনো সময় দেশে ঢুকে পড়বেন আবার কখনও বলছে ডিসেম্বরের মধ্যে কাজ সারতে হবে।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য মনোয়ার হোসেন, ড. আলমগীর বিশ্বাস ও মেহেরপুর জেলা আমির তাজ উদ্দীন খাঁন।  

উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪  
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ