ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জামায়াত ইসলামীই হবে আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
‘জামায়াত ইসলামীই হবে আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’

ফরিদপুর: ফরিদপুরে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতে ইসলামীই হবে আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা৷ জামায়াতে ইসলামীর হাত ধরেই বাংলাদেশ হবে বৈষম্যহীন সাম্য, মানবিক মর্যাদার একটি ইসলামী কল্যাণরাষ্ট্র।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হলে জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক কোনো সরকার না। ছাত্র-জনতার অভ্যুত্থান তাদেরকে ক্ষমতায় বসিয়েছে৷ জনগণের ইচ্ছার প্রতিফলন যেন সরকারের গৃহীত পদক্ষেপে অগ্রাধিকার পায়৷ এজন্য সরকারকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে৷'

দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়নে জামায়াতে ইসলামীর সদস্য বাড়ানোর তাগিদ দিয়ে জামায়াতে ইসলামীর প্রত্যেককে নৈতিক চরিত্র ও ধর্মীয় জ্ঞানে শানিত হওয়ার আহ্বান জানান।

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরুদ্দীনের সভাপতিত্বে কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক আবু তাওয়াব, জেলা জামায়াতের সাবেক আমির সামসুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামীর ফরিদপুরের নবনির্বাচিত আমিরের শপথ ও জেলা মজলিস শূরা কমিটি নির্বাচন এবং জেলা সদস্য (রুকন) সম্মেলন জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।