ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রধান ফটকের সামনে থেকে তাকে ধরা হয়।

এরপর পিটিয়ে রাজপাড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন রামেক শিক্ষার্থীরা।

ওই ছাত্রলীগ কর্মীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের (রমেক) ছাত্র। তবে এর আগে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গালিবের গ্রামের বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। তিনি ওই গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে ছাত্রলীগ কর্মী শিহাব স্থায়ীভাবে বহিষ্কৃত হন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে আজ রামেক কেন্দ্রে আসেন শিহাব। কিন্তু মেডিকেল কলেজের প্রধান ফটকে শিহাবকে দেখেই চিনে ফেলেন রামেকের শিক্ষার্থীরা। পরে তাকে ধরে মোটরসাইকেলে তুলে পাশের বিলসিমলা বন্ধগেট এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় মারধরের পর থানায় খবর দেওয়া হয়। এরপর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানিয়েছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী সরকারের পতন হয়। ওই সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছাত্রদের ওপর হামলার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরেই শিহাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।