ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

প্রবাস ফেরত নেতাকে নকলা-নালিতাবাড়ী বিএনপির সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
প্রবাস ফেরত নেতাকে নকলা-নালিতাবাড়ী বিএনপির সংবর্ধনা

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রবাস ফেরত যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক মো. ইলিয়াস খানকে সংবর্ধনা দিয়েছে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন।  

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমেরিকায় প্রবাস জীবনে থেকেও এলাকার মামলা হামলায় নির্যাতিত নেতাকর্মীদের সহযোগিতা করায় কৃতজ্ঞ নেতাকর্মীরা এই সংবর্ধনার আয়োজন করে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর অনুভব কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল আমিন।  

এতে বক্তব্য দেন- বিএনপি নেতা ইউসুফ আলী দেওয়ান, আলমাস সিদ্দিক, সাইফুল ইসলাম, নূরুজ্জামান খোকন, খোরশেদ আলম বুলবুল, জাহিদ মাস্টার, আব্দুল হক তালুকদার, ওমর মাস্টার, জহির রায়হান মুক্তি, রজব আলী, বেলায়েত হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইলিয়াস খান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। মাঠে, ঘাটে, জঙ্গলে তারা রাত্রী যাপন করে পালিয়ে বেরিয়েছে। তখন আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নকলা এবং নালিতাবাড়ী উপজেলাবাসীর পাশে থাকতে চাই।  

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ইকবাল হোসেন আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ প্রমুখ।  

সংবর্ধনা অনুষ্ঠানে নকলা-নালিতাবাড়ী ছাড়াও ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।