ঢাকা: নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১ জানুয়ারি) সারা দেশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে দক্ষিণ তেমুহনী এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় শেষ হয়।
র্যালির শুরুতে গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচিতে রাজপথে থাকারও আহ্বান জানানো হয়।
বরিশাল: দীর্ঘ ১৫ বছর পর কোনো ধরনের পুলিশি বাধা ছাড়াই বরিশাল নগরে প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা করেছে ছাত্রদল।
বরিশাল নগরে জেলা ও মহানগর ছাত্রদল পৃথক পৃথক এ কর্মসূচি পালন করে।
এর আগে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া।
সমাবেশ শেষে জেলা ও মহানগরের পক্ষ থেকে পৃথকভাবে বিশাল দুইটি র্যালি বের করা হয়।
এদিকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল রক্তদান কর্মসূচি পালন করে।
বগুড়া: বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস অত্যন্ত ঐতিহ্যবাহী।
স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে থেকে ২৪শে আগস্ট বিপ্লব পর্যন্ত ছাত্রদলের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।
দুপুরে জেলা শহরের আলতাফুনেচ্ছার খেলার মাঠে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবাষির্কীতে র্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রেজাউল করিম বাদশা বলেন, ছাত্রদল যুগে যুগে পরীক্ষিত একটি দল। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন জাতীয়তাবাদ ছাত্রদল। অতীতেও ছাত্রদলের ইতিহাস রয়েছে, সামনেও তেমন কঠিন চ্যালেঞ্জ রয়েছে।
এদিন সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধোর স্তম্ভ, হাতি, ঘোড়াগাড়ি, পালকি, বর ও বৌ সেজে মিছিল নিয়ে আলতাফুনেচ্ছার খেলার মাঠে আসেন। র্যালি শুরুতে বেলুন ফেস্টুন কেক কাটা ও পায়রা উড়ানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী শহরের সাতমাথায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষদের চিকিৎসা দেওয়া হয়।
চাঁদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় সম্মুখ সড়কে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য এই র্যালির নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিমসহ নেতারা উপস্থিত ছিলেন।
মেহেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সকালে মেহেরপুর কলেজ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্রদলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
ময়মনসিংহ: রক্তদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। টানা ১৬ বছর পর বাধাহীন এই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক।
সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান। দুপুরে রক্তদান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় ড্যাব চিকিৎসকদের সহযোগিতায় বিপুল সংখ্যক নেতাকর্মী রক্তদান কর্মসূচিতে অংশ নেয়।
পরে বিকেলে দলীয় কার্যালয় থেকে সাবেক ছাত্র নেতাদের উপস্থিতিতে র্যালি বের হয়।
নীলফামারী: স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক জহুরুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন আলোচনা সভায়।
পঞ্চগড়: নানা আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ ১৭ বছর পর পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার, ফেস্টুন, ধানের শিষ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষে হয়। শোভাযাত্রা শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
নেত্রকোনা: আন্দোলন সংগ্রাম ও ঐতিহ্যের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে সকাল ৯টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
সকাল ১০টা থেকেই জেলা ছাত্রদলের নেতৃত্বপ্রত্যাশী বিভিন্ন নেতার নেতৃত্বে ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন সহকারে মিছিল নিয়ে আনন্দ বাজার বালুর মাঠে নেতা-কর্মীরা জড়ো হয়। দুপুর ১২টায় আনন্দ বাজার বালুর মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
নোয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টা থেকে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। পরে দুপুরে নোয়াখালী সদর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ ভুলু স্টেডিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
নওগাঁ: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা নেতৃতে যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেন।
সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে সংগীতা মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাপোল স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজিব ও সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
রাজবাড়ী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
বিকেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের করা হয়।
বাহারি রঙের শাড়ি পরে র্যালির সামনে ছাত্রদলের নারী সদস্যরা অংশ নেন। এছাড়া ব্যানার নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।
বাগেরহাট: বাগেরহাটে দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে বুধবার বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজের নেতৃত্বে শহরের পিসি কলেজ সংলগ্ন পাঁচরাস্তা মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায়, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শাহেদ আলী রবি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির শান্ত, সাবেক যুগ্ম সম্পাদক ফয়সাল মোরশেদ, ছাত্রদল নেতা রাহুল, হাবিব, মুন্নাসহ বর্তমান ও সাবেক ছাত্রনেতারা অংশ নেন।
এছাড়া সকালে পাঁচরাস্তা মোড়ের জেলা ছাত্রদলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এদিন ২৫ জন নেতা-কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। এসব কর্মসূচিতে বাগেরহাট জেলা, পৌর, উপজেলা ও ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
এদিকে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুনের সভাপতিত্বে শহরের পুরাতন বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। সভায় আরও বক্তব্য দেন, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা সারাফাত হোসেন বাবলু, আল ইমরান প্রমুখ। পরে একই স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
অন্যদিকে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সভাপতিত্বে নূর মসজিদ এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা তরফদার নেওয়াজ মো. গোলাম রসুলের, ছাত্রদল নেতা স্বাধীন মোল্লা,হুমায়ুন শেখ, সাদিকুল ইসলাম সাদিক, মিজানুর রহমান বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরএ/এসআরএস