ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার দ্রুত নির্বাচন দেবে, আশা মেজর (অব.) হাফিজের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সরকার দ্রুত নির্বাচন দেবে, আশা মেজর (অব.) হাফিজের

বরিশাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের সংগ্রাম তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করার সংগ্রাম, যা নির্বাচিত সরকারই করতে পারে।  

তিনি বলেন, আমরা আশা করব, যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।

আমরা সব ধরনের সংস্কার করার জন্য প্রস্তুত আছি। যা কিছু সংস্কার করা প্রয়োজন, সেসব সময়সাপেক্ষ আর এসব করার জন্য ম্যান্ডেট পায় নির্বাচিত সরকার।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশালে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, দ্রব্যমূল্যেরও ঊর্ধ্বগতি করে দিয়েছে। আর এগুলো নিয়ন্ত্রণের জন্য, জনজীবনে শান্তিশৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।  

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক, সেসব দুর্বল সরকার। জনগণ নিজেরা কষ্ট করে ব্যালট বাক্সের মাধ্যমে যে সরকারকে প্রতিষ্ঠিত করবে, সেই সরকার জনগণের প্রতিনিধি হয়ে সব ধরনের সংস্কার করতে বাধ্য থাকবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি, আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, তারা সব সংস্কারকাজ করবে। বর্তমান সরকার যা করতে চায় কিংবা তারা যে সুপারিশ করবে, তা আগামী দিনে জনগণের নির্বাচিত সরকারের বিষয়টি বিবেচনা করে করাটা প্রয়োজন।  

বিএনপির এ নেতা বলেন,  সংস্কারের যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশের সমাজদেহের রন্ধ্রে রন্ধ্রে যে ধরনের অন্যায়-অবিচার হয়েছে, পাশাপাশি ক্ষমতার লোভে দুর্নীতিবাজরা যে ব্যাপক দুর্নীতি করে গেছে, তাতে সংস্কার প্রয়োজন এবং অবিলম্বে তাদেরও বিচারের আওতায় আনা উচিত।

তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি, সামনেও দেব। তার ওপর আমাদের আস্থা রয়েছে। কিন্তু নানাজনের নানান কথায় তিনি যাতে প্রভাবিত না হন, সেটিই আমরা আশা করব।

তিনি আরও বলেন, আমরা রাহুমুক্ত হয়েছি, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দুর্নীতি, নানা অপকর্ম, মানি লন্ডারিং, গায়েবি মামলাসহ সব ধরনের অত্যাচার-অনাচার থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেয়েছে।
 
এ সময় তার সঙ্গে বরিশালে জেলা আইনজীবী সমিতি ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।