ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে: বিএনপি নেতা সেলিম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে: বিএনপি নেতা সেলিম 

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে।  

একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই বুধবার (২০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর মাদরাসা মাঠে এ সম্মেলন হয়। এতে সেলিম ভূঁইয়া প্রধান অতিথি ছিলেন। যদিও সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

সেলিম ভূঁইয়া অন্তবর্তী সরকারের উদ্দেশে বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ নির্বাচন চায়। তাই আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এ সরকারকে সব ধরনের সহযোগিতা করছে।  
তিনি বলেন, বিএনপিকে যারাই আঘাত করেছে, তাদের পতন হয়েছে। বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে নেতাকর্মীরা তা মেনে নেবে না। দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে আবার শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।  

তবে ১৪৪ ধারা জারির ফলে সম্মেলনের পূর্বনির্ধারিত স্থল বাঞ্ছারামপুর উপজেলা সদরের এস. এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন করা যায়নি।

সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে অতিথি ছিলেন রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম।

সম্মেলন শেষে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশকে সভাপতি ও বর্তমান কমিটির সদস্য সচিব এ. কে. এম. মুসাকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

বুধবার সকালে এস. এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু একই স্থানে উপজেলা বিএনপির সম্মেলনবিরোধী  অপর পক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।  এ নিয়ে উত্তেজনা থাকায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মুহা. আবুল মুনসুর।  মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত  এ আদেশ বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।