রাজশাহী: জুলাই বিপ্লবের সময়ে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার ও যারা এ হত্যার সঙ্গে জড়িত তাদের ফাঁসির দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
এ দাবিতে বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ ছাত্র সংগঠন।
বিক্ষোভ মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ছাত্রশিবির নেতাকর্মীরা মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে আসেন।
সেখান থেকে কুমার পাড়া মোড়সহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, 'জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার চাই।
ওই সময় যারা এ গণহত্যার সঙ্গে জড়িত তাদের ফাঁসির দাবি করেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক মো. সফিউল্লাহ।
এছাড়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পদক সাইদুল ইসলামসহ রাজশাহী মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয় ও উত্তর এবং দক্ষিণের নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসএস/জেএইচ