ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামের দৃষ্টিতে দেশ গড়তে পারলে কোনো দুর্নীতি থাকবে না: জামায়াত আমির 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
ইসলামের দৃষ্টিতে দেশ গড়তে পারলে কোনো দুর্নীতি থাকবে না: জামায়াত আমির  জামায়াতের আমির শফিকুর রহমান

মাদারীপুর: ইসলামের দৃষ্টিতে দেশ গড়তে পারলে কোনো দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যদি ইসলামের দৃষ্টিতে দেশ গড়তে পারি তাহলে আর এদেশে কেউ ঘুষ খেতে সাহস করবে না, দুর্নীতি করবে না, মা বোনদের ইজ্জত নষ্ট করবে না এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর জেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর যেই সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে, সেই সমাজ থেকে আল্লাহ তা'আলা তাঁর রহমত উঠিয়ে নেয়।

ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, কারা করেছে? আমার দেশের কৃষক-শ্রমিক তারা করেছে? করেছেন যারা উঁচু তলায় থাকেন তারা। যারা করেছে তাদের মানুষ শাসক বানায়নি তারা নিজে নিজেই শাসক হয়েছে।  

তিনি বলেন, আমি আর ডামি মিলে যে সংসদ হয়েছিল, ইলেকশনের সময় যারা ক্যান্ডিডেট হয় তাদের সম্পদের বিবরণ দিতে হয়। ১৪ সালে যে সম্পদ ছিল ২০১৮ সালে দেখা গেল সেই সম্পদের ২০ গুণ বেড়ে গেছে। আয়ের উৎস হিসেবে দেখানো হলো মাছের চাষ! খোঁজ নিয়ে দেখা গেল কোথায় একটি পুকুরও নেই তার মাছের।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলিসুর রহমান, সাবেক জেলা আমির আবদুস সোবাহান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা আলমগীর হোসেন,পৌর নায়েবে আমির আব্দুর রহিম মোল্লা, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্র শিবির সভাপতি সাইফ হাসানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।