ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের ওপর কেউ প্রভুত্ব করলে মানুষ মেনে নেবে না: বরকত উল্লাহ বুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, ডিসেম্বর ৫, ২০২৪
বাংলাদেশের ওপর কেউ প্রভুত্ব করলে মানুষ মেনে নেবে না: বরকত উল্লাহ বুলু

কুমিল্লা: বাংলাদেশের ওপর কেউ প্রভুত্ব করলে মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ।

ভারত এ উপমহাদেশের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। তারপরও আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন, সে সার্কের আলোকেই এ উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সঙ্গে কারো বৈরিতা নেই, আমাদের সঙ্গে সবার বন্ধুত্বই থাকবে। কিন্তু আমাদের ওপর কেউ প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

বুলু আরও বলেন, শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।  

তিনি বলেন, আজ যে সংকট, ১৯৭১ সালেও এমনি সংকট সৃষ্টি হয়েছিল। দেশের সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ।

এসময় বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনসহ অনেকে।  

এসময় তিনি আগামী নয়দিনের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভাগীয় সম্মেলন শেষ করতে নেতাকর্মীদের তাগিদ দেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।