ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বাংলার মাটিতে স্বৈরাচারের পুনরুত্থান যেন আর না ঘটে’ 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
‘বাংলার মাটিতে স্বৈরাচারের পুনরুত্থান যেন আর না ঘটে’  ফুল দিয়ে স্বাগত জানানো হয় ফয়সল আহমেদ চৌধুরীকে। ছবি: বাংলানিউজ 

মৌলভীবাজার: কানাডা বিএনপির তিনবারের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী বলেছেন, বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে থাকা সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে।

দলকে কিভাবে আরও জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেজন্য বিএনপির সবস্তরের নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।  

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে দেশে ফেরার পর মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ফুল দিয়ে স্বাগত জানাতে গেলে ভিআইপি গেটে দলীয় নেতাদের উদ্দেশ্য এ কথা বলেন।

কানাডা হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি কাউন্সিলের নির্বাহী সভাপতি দেশে আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মনোয়ার আহমেদ রহমানসহ দলীয় নেতারা।

ফয়সল আহমেদ চৌধুরী বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের ও নির্যাতন, দমনপীড়ন গুম-খুন, মামলা-হামলার শিকার হয়েছেন এ নিয়ে বর্হিবিশ্বে তিনি সোচ্চার হয়েছিলেন।

কানাডাসহ ইউএসএতে দেশে গণতন্ত্র মানবাধিকার ফিরিয়ে আনা আন্দোলনের সূচনা করেন। বেগম জিয়ার মুক্তি এবং তারেক রহমানের ওপর মিথ্যা-বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য কানাডার ৬২ জন এমপি তখন তাদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।