ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সবার আগে ছাত্ররাই রাজপথে নেমে আসে: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
সবার আগে ছাত্ররাই রাজপথে নেমে আসে: মঈন খান বক্তব্য দিচ্ছেন ড. আব্দুল মঈন খান

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ইতিহাস দেখলে দেখা যায়- জাতির প্রয়োজনে সবার আগে ছাত্ররাই রাজপথে নেমে আসে। প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রসমাজ রাজপথে ছিল।

তিনি বলেন, ৫২-এর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম আবার ২৪-এর আন্দোলনে ছাত্র-জনতারাই ছিল। ভবিষ্যতেও যদি জাতির প্রয়োজন হয়, নিশ্চিত ছাত্ররা আবার রাজপথে নেমে আসবে।  

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এ কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ০৫ আগস্টে দিয়েছে।

ড. আব্দুল মঈন খান আর বলেন, ছাত্রদের তপস্যা হচ্ছে লেখাপড়া। তাই প্রতিটি ছাত্রদের মনোযোগ দিয়ে সঠিকভাবে লেখাপড়া শিখতে হবে। যাতে তারা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে ও দেশকে সম্মানজনক দেশ হিসেবে গড়ে তুলতে পারে। এ কারণে ছাত্রদের তপস্যা অধ্যয়ন তাদের করতে হবে। এটাই তাদের মূল কাজ।

কলেজের অধ্যক্ষ মো. আমির হোসাইন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, কলেজের প্রভাষক শহিদুল হক সুমন।

এ সময় কলেজের শিক্ষার্থী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।