ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দুর্নীতিবিরোধী দিবস পালন করতে গিয়ে গ্রেপ্তার হলেন যুব মহিলা লীগ নেত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
দুর্নীতিবিরোধী দিবস পালন করতে গিয়ে গ্রেপ্তার হলেন যুব মহিলা লীগ নেত্রী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মানববন্ধনে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তার। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তাকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে প্রকাশ্যে না দেখা গেলেও ৯ ডিসেম্বর সকালে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রথম সারিতে উপস্থিত থাকায় অনেকের ক্ষোভের সঞ্চার হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এসময় এ নেত্রীর পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুব মহিলা লীগ নেত্রী জুঁইকে তার বাড়ি থেকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  

নাম প্রকাশ না করার শর্তে এক যুব মহিলা লীগ নেত্রী বলেন, সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মানববন্ধনে জুঁই আক্তারসহ আমরা কয়েকজন যুব মহিলা লীগ নেত্রী অংশ নিই। তবে দলীয় পরিচয়ে নয়, নারী উদ্যোক্তা হিসেবে আমরা সেখানে যাই এবং বেগম রোকেয়া দিবস ও দুর্নীতিবিরোধী দিবসের অনুষ্ঠানে অংশ নিই। এ ছবি ফেসবুকে আসে ও বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশ হয়।  

একটি সূত্র জানায়, যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তারকে সদর উপজেলার বারোঘরিয়ার একটি বিস্ফোরক মামলার আসামি দেখানো হয়েছে। একই মামলায় আরও গ্রেপ্তার করা হয়েছে সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে।  

২০১৮ সালে জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা স্বাক্ষরিত চাঁপাইনবাবগঞ্জ পৌর মহিলা যুব লীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান জুঁই আক্তার। সে কমিটি এখনও বহাল রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।