ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১৫ বছরে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আ.লীগ: মান্না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
১৫ বছরে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আ.লীগ: মান্না

বগুড়া: নাগরিক ঐক্য’র সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে।

জনগণ দেশে কোনো নির্বাচিত সরকার পায়নি। দিনের ভোট রাতে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে। সকল মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মীরা এককভাবে কাজ করেছে। যে কারণে দেশের ১৮ কোটি জনগণ সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও এখনও তার দোসরার দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। তারা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।

সভায় ছাইহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, কোষাধ্যক্ষ শাহনাজ হক রানু, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব।  

এসময় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্য ঢাকা মহানগরের নেতা অ্যাডভোকেট জাকির হোসেন, বাবুল হাওলাদার, নাগরিক ঐক্য’র নেতা ডা. মোহাম্মাদ সামসুল আলম মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আবু রায়হান, নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা সাইদুর রহমান সাগর, বগুড়া শহর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব পপি বেগম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, ধুনটের সাধারণ সম্পাদক মুকুল হাসান বাবু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।