ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জামায়াতে ইসলামী ত্যাগের রাজনীতি করে: ড. মাসুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
জামায়াতে ইসলামী ত্যাগের রাজনীতি করে: ড. মাসুদ

ঢাকা: যারা ভোগের রাজনীতি করে তারা শাসক হয়, যারা ত্যাগের রাজনীতি করে তারা সেবক হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্যাগের রাজনীতি করে, সেজন্য জনগণের সেবকের ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শাসক হবে না, সেবক হয়ে জনগণের জান ও মালের নিরাপত্তার নিশ্চয়তা দেবে। জনগণের প্রত্যাশিত বৈষম্যমুক্ত কল্যাণকর, মানবিক, আদর্শিক ও সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) গাজীপুর মহানগরের কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খলিফা ওমরের মতো শাসকের জন্য ওমরের জনগোষ্ঠী প্রয়োজন উল্লেখ করে শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী সেই জনগোষ্ঠী তৈরির কাজ করছে। জামায়াতে ইসলামীতে রয়েছে চরিত্রবান, আদর্শ, সৎ ও আল্লাহ ভীরু নেতৃত্ব, যারা আল্লাহকে ভয় করে, তারা জনগণের সম্পদ লুট করে না, করতে পারে না। জামায়াতের দুজন মন্ত্রী ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে এবং বহু এমপি তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেদের সততা, যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ তো দূরের কথা আজ পর্যন্ত কেউ দুর্নীতির অভিযোগও দাঁড় করাতে পারেনি।

ড. মাসুদ বলেন, গণহত্যার দায়ে খুনি হাসিনাকে গোটা বিশ্বের কেউ আশ্রয় না দিলেও মোদী সরকার ভারতীয় সংবিধান ও আন্তর্জাতিক সকল আইন অমান্য করে খুনি হাসিনাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে। এই দায় নরেন্দ্র মোদী এড়াতে পারবেন না।

আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে এবার ভারতকেও ধ্বংস করছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের মদতপুষ্ট নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। সেই আওয়ামী লীগের ৪ নেতা ভারতে গিয়ে ধর্ষণ করে পুলিশের হাতে আটক হয়েছে। ভারতীয় নাগরিকদের উচিত ভারত থেকে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের বের করতে তাদের সরকারকে বাধ্য করা।

কাশিমপুর থানা আমির মাওলানা ফরহাদ হোসেনের সভাপতিত্বে কাশিমপুর মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান, মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মো. ফারুক, সহকারী সেক্রেটারি মো. আজহারুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য আবু সিনা মামুন, কোনাবাড়ি থানা আমির ডা. কবির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।