গোপালগঞ্জ: কমিটি গঠনের ১১ দিনের মাথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর গঠিত ৮ নম্বর ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির নয় সদস্যের আহ্বায়ক কমিটি দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাতিল করা হলো।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ও কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম বলেন, গত ১৯ ডিসেম্বর এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ কমিটির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় কমিটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসআই