ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুরে ছাত্রলীগ নেতা আটক, পদ রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
জামালপুরে ছাত্রলীগ নেতা আটক, পদ রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও 

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে।

 

রোববার (০৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মালিররচর নয়াপাড়া থেকে তাকে আটক করা হয়।  

আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন তিনি।  

স্থানীয়রা জানান, রাতে একটি মাদকবিরোধী উঠান বৈঠক হয় বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়ায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যে ছাত্রলীগের কর্মী, সেটা স্বীকার করেন। এসময় তাকে পুলিশে দেওয়া হয়।  

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, প্রাথমিক তদন্তে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।