নতুন আবহে সাত বছর পর প্রবাসে মা ছেলের দেখা হচ্ছে আজ লন্ডনে। বাংলাদেশের অন্যতম জনিপ্রয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এমনটিই মন্তব্য করছেন।
কাতার এয়ারওয়েজের এয়ারবাস এ ৩১৯ নামের বিশেষ ফ্লাইটটি থেকে নেমেই সরাসরি ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে রওয়ানা দেবেন খালেদা জিয়া। হাসপাতালের অ্যাম্বুলেন্স অথবা তারেক রহমানের গাড়িতে করে তিনি হাসপাতালে যাবেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পর প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবেন। চিকিৎসকদের অনুমতি পেলে তারেক রহমানের বাসায়ও প্রাথমিকভাবে তার যাওয়ার পরিকল্পনা রয়েছে। অথবা তিনি এয়ারপোর্ট থেকে নেমেই এই হাসপাতালে চিকিৎসার জন্য চলে যাবেন।
এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর, তারেক রহমানের বাসা কিংবা হাসপাতালে কোনো ধরনের ভিড় করা যাবে না। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি নেওয়া হয়েছে। বিমানবন্দরে শুধু সপরিবারে তারেক রহমান ছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও বিএনপি নেতা কামাল আহমেদ উপস্থিত থাকবেন। তারাই বেগম খালেদা জিয়াকে বরণ করে নেবেন।
এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন বেগম খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন। ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া লন্ডনে পৌঁছান।
যুক্তরাজ্য যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক জানান, আমরা ম্যাডামকে (খালেদা জিয়া) বরণ করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ম্যাডামের স্বাস্থ্যগত বিষয় চিন্তা করে বিমানবন্দরে যাতে লোকজন জড়ো না হয় সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি সরাসরি দেখভাল করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দোয়া কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার লন্ডনে আগমন উপলক্ষে দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাজ্য বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেলের একটি রেস্তোরাঁর হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় খালেদা জিয়ার নিরাপদ যাত্রা ও রোগ মুক্তি কামনা করে সব মসজিদে মসজিদে দোয়া মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়। যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করবে। সভায় অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণত সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
‘লন্ডন ক্লিনিক’ যে কারণে বিখ্যাত
এই হাসপাতালের নিয়মিত রোগীদের তালিকায় আছেন রাজা তৃতীয় চার্লস যার প্রস্টেট চিকিৎসা ২০২৪ সালে এই হাসপাতালে হয়েছে, রাজার পুত্রবধূ ও রাজপুত্র উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপ, চিলির সাবেক স্বৈরশাসক অগাস্টো পিনোচেট, রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস মার্গারেট, ডিউক অব উইন্ডসর প্রিন্স এডওয়ার্ড, বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলর, আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিসহ আরো অনেকে। এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ১৯৬৬ সালের ৯ অক্টোবর এই হাসপাতালে জন্মগ্রহণ করেন। অভিজাত এই প্রাইভেট হাসপাতালটি অবস্থিত সেন্ট্রাল লন্ডনের মারলিবর্ন রোডের ডেভনশায়ার প্লেইসে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩২ সালে স্থাপিত হয়। এই হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল।
এই হাসপাতালটি এনএইচএস ট্রাস্ট গঠনের আগে শুরু হয়। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে। এখানে বছরে প্রায় ২ লাখ রোগী চিকিৎসা করিয়ে থাকেন। বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তার, সার্জন এই হাসপাতালে অন কলে চিকিৎসা দিতে আসেন। প্রতিটি রুম অত্যন্ত প্রশস্ত ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন।
এই হাসপাতালে ১৩টি ইন্টেনসিভ কেয়ার বিছানা, ১০টি অপারেশন থিয়েটার, নিজস্ব প্যাথলজিক্যাল ডিপার্টমেন্ট, ফাইভ স্টার ফ্যাসিলিটির ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট সেন্টার, ৭৮০ জন দক্ষ সার্জন ও ফিজিশিয়ান, ১২০০ স্টাফ মেম্বার রয়েছে। ক্যান্সার চিকিৎসার জন্য বিখ্যাত এই হাসপাতালে অর্থোপেডিকস, স্পাইনাল সার্জারি, গ্যাস্ট্রোএন্ট্রালোজি, অপথালমোলজি, ইএনটি, নিউরো সার্জারি, রোবটিক সার্জারি করা হয়।
বাংলাদেশ সময়:০৯১৯ ঘণ্টা,জানুয়ারি, ০৮,২০২৫
এমআইএইচ/এমএম