ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
দেশে ফিরেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের নেতা সাদ্দাম হোসেন

কুমিল্লা: দুটি হত্যাসহ চার মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক লীগের নেতা সাদ্দাম হোসেনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি।

 

সোমবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।  

গ্রেপ্তার সাদ্দাম কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) তাকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ০৪ ও ০৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দামের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন। তাই তাকে গ্রেপ্তার করতে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়েছিল। তার গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা থেকে আমাদের জানানো হয়। সাব্বিরকে দেবিদ্বার থানায় পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।