ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিষ্কার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিষ্কার মেহেদী হাসান

পাবনা (ঈশ্বরদী): জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য মেহেদী হাসানকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুনের স্বাক্ষর করা বার্তায় এ তথ্য জানানো হয়।  

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।  

এতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মো. মেহেদী হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হলো।  

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, সাংবাদিক জাবেদ আখতারকে ফোন করে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফোনে তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইতোমধ্যে হামলার ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবক দলের ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মেহেদীকে বহিষ্কার করা হয়েছে।  

হামলার ঘটনায় আহত এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাভেদ আখতার বাংলানিউজকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন। তিনি আমার খোঁজ নিয়েছেন। দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। যারা এই ঘটনার সঙ্গে ছিলেন, তাদের প্রতি জিরো টলারেন্স ভূমিকা রাখবেন এবং তাদের প্রতি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’

এ ব্যাপারে বহিষ্কৃত ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, আমি ষড়যন্ত্রে স্বীকার! আশা করছি, সঠিক তদন্ত হলে আমি নির্দোষ প্রমাণিত হবো এবং পুনরায় আমাকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।