পাবনা (ঈশ্বরদী): ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর গ্রুপে থাকা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা কার্যালয়টি গুঁড়িয়ে দেন।
এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা। তাদের স্লোগান ছিল, ‘ঈশ্বরদীর মাটি, বিএনপির ঘাঁটি’, ‘ঠাঁই নাই ঠাঁই নাই, খুনি হাসিনার ঠাঁই নাই’, ‘ঈশ্বরদীর মাটি, জাকারিয়া পিন্টুর ঘাঁটি’।
গত বছরের ০৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে ওই অফিসে আগুন জ্বালিয়ে দেয়। পরে শুনশান অবস্থায় পরিত্যক্ত ভবন হিসেবে কার্যালয়টি পড়েছিল।
ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েল বাংলানিউজকে জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিতাড়িত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ০৫ ফেব্রুয়ারি ভাষণ দেন তিনি। এটা এই মুহূর্তে মেনে নেওয়া কঠিন।
তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থানের স্বপ্ন আর কোনো ভাবেই ঈশ্বরদীর মাটিতে ডালপালা মেলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস