ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, ফেব্রুয়ারি ৭, ২০২৫
নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা করুণা কান্ত রায়কে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাঁদখানা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, আসামিকে কেড়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা করুণা কান্ত রায় এতদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে চাঁদখানার গ্রামের বাড়ি থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করুণা কান্ত রায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি করুণা কান্ত রায়। তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।