যশোর: যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আত্মসমর্পণ করা পাঁচ নেতাকর্মীরা হলেন- জেলা সদর উপজেলার রামনগর গ্রামের আলী আহমেদের ছেলে খলিল, মোসলেমের ছেলে সোহাগ, ঘোড়াচাঁদের ছেলে পলাশ, গাউছুলের ছেলে রানা ও আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম। তারা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী।
আদালত সূত্র জানায়, গত ১৯ নভেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলা শাখার সদস্য অ্যাডভোকেট আকরাম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৫৬ জন নেতা-কর্মীকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা যশোর সদর উপজেলার চুকনগর সড়কের কানাইতলায় নাশকতা, মানুষ হত্যা করার চেষ্টা, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা ও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। মামলায় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহমেদকেও আসামি করা হয়।
ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন পাঁচজন। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তারা। রোববার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এসআরএস