ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

রাজনীতি

খুলনার ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
খুলনার ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

খুলনা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৯ ফেব্রুয়ারি) নগরের আল ফারুক সোসাইটিতে এক সমাবেশে তিনজনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক আব্দুর খালেক।

এর আগে আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফ, খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা-১৬-৩১ নম্বর ওয়ার্ড) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-১-১৫ নম্বর ওয়ার্ড আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর আমির মাহফুজুর রহমান প্রার্থী হচ্ছেন।

এর আগে আরও তিনটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। খুলনা-৪ আসনে (রূপসা-দিঘালিয়া-তেরখাদা) খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছিল।

এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনার ছয়টি আসনের সবকটিতে প্রার্থী ঘোষণা করল। এ ছাড়া সাতক্ষীরার চারটি ও বাগেরহাটের চারটিসহ মোট ১৪টি আসনের সবকটিতেই জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বহু রক্তের বিনিময়ে আজ আমরা নিঃশ্বাস ফেলে কথা বলার বাংলাদেশ পেয়েছি। এখন আবার বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। নতুন স্বাধীনতাকে বিপর্যস্ত করার জন্য নতুন কোনো চক্রান্ত হলে এ দেশের ছাত্র-জনতা তা প্রতিহত করবে।  

সভায় আরও ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০,  ২০২৫
এমআরএম/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।