সিলেট: বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি বলে জানিয়েছেন দলটির আমির আমির শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াত এখনো অফিসিয়ালি কোনো প্রার্থী ঘোষণা করেনি।
রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। এ অবস্থায় নির্বাচন দেওয়া হলে তা হবে নির্বাচনের জেনোসাইড। আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো একটু ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো কখনো ছিল না। খুব ভাল কখনো হবেও না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হবে। সিদ্ধান্ত যখন সঠিক হলে, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে হবে, তখন শুধু আইনশৃঙ্খলা-ই নয়, সবকিছুর উন্নতি হবে।
অপারেশন ডেভিল হান্ট বিষয়ে তিনি বলেন, এই সমাজে ডেভিল আছে। সেই ডেভিল হান্ট যদি হয়, তবে যৌথবাহিনীর যারা অভিযান পরিচালনা করবেন, তাদের জন্য দোয়া করবে দেশের ১৮ কোটি মানুষ এবং তাদের সাথে থাকবে।
নির্বাচিত সরকার সবসময় ভালো হয় না মন্তব্য করে শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকার দাবি করে ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাইতো দেশের এই অবস্থা করে গেছে। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে, তা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের মাধ্যমে সরকার গঠিত হতে হবে। যাদের অতীত ভালো, বর্তমান ভালো- তাদের দিয়েই ভবিষ্যৎ ভালো হবে- এটা আশা করা যায়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ উপহার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এনইউ/আরএইচ