দিনাজপুর: অপারেশন ডেভিল হান্টে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই মোহাম্মদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে এদিন সকালে তাকে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ আলী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম এলাকার মৃত মোবারক আলীর ছেলে। তিনি প্রয়াত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আলী বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি। দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদলের কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা এক থেকে দেড়শ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসআই