ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

রাজনীতি

ডেভিল হান্ট: লক্ষ্মীপুরে আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ডেভিল হান্ট: লক্ষ্মীপুরে আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুর: অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদরে চার, রায়পুরে দুই, রামগঞ্জে তিন ও রামগতিতে দুজন রয়েছেন।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তারদের মধ্যে লক্ষ্মীপুর সদরে আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান সোহেল, যুবলীগ নেতা আবদুল মালেক, সাইফুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, রায়পুরের আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, ওমর ফারুক, রামগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন, রামগতিতে যুবলীগ নেতা মো. রুবেল ও ছাত্রলীগ নেতা আকতার হোসেন বিপ্লব।

জেলা পুলিশ জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর এসপি মোহাম্মদ আকতার হোসেন বলেন, সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।