হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় হবিগঞ্জে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মোজাহিদ মোড়াকরি গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা খেলু মিয়ার ছেলে এবং লাখাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের স্বামী।
গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় স্থানান্তর করা হয়েছে। ওই থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় মোজাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসআরএস