যশোর: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অমিত বলেন, যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যদি নিজ দলেরও হয়ে থাকে, তাহলেও তার ঠিকানা হবে জেলখানা।
তিনি বলেন, বিএনপি শান্তির দল। এখানে অশান্তি সৃষ্টিকারীদের কোনো স্থান হবে না।
অনিন্দ্য ইসলাম অমিত স্থানীয় বিএনপি নেতাদেরকে নির্দেশ দেন- হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করার। একই সঙ্গে এ ঘটনা নিয়ে আর যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে ব্যাপারেও তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
তার পরিদর্শনকালে চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধে চুড়ানমকাটি ইউনিয়নের মেম্বার আনিসুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর ইউনিয়নের মানুষের ওপর হামলা চালায়। গ্রামবাসীকে সহায়তা করতে গেলে সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে যুবদল ও বিএনপির চারজন নেতাকর্মী গুরুতর আহত হন।
এ ঘটনার জেরে মঙ্গলবার রাত ও বুধবার (১২ ফেব্রুয়ারি) হৈবতপুর গ্রামের মানুষ একাট্টা হয়ে চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামে হামলা করে কয়েকজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসআই